Deganga, North Twenty Four Parganas | Aug 26, 2025
খেজুরিতে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিবিআই নয়, তদন্ত করবে সিআইডি। সাফ জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের বক্তব্য সিবিআই গ্যালারি শো করছে তাই তদন্ত করবে সিআইডি। মঙ্গলবার বেলা দশটা নাগাদ দেগঙ্গা ব্লক থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দেবাশীষ মজুমদার। তিনি বলেন কোর্ট যেটা মনে করেছে সেটা করবে। আমাদের সিবিআই এর উপরেই দাবী থাকবে। তবে আদালত মনে করেছেন সিআইডি দিয়ে সঠিক তদন্ত হতে পারে হয়তো। না হলে আমাদের রাস্তা তো খোলা আছে। আমাদের আন