গত দুদিন আগে মালদায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বাহির ছবি পোড়ানোর সময় কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয়। এরই প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। মঙ্গলবার সকালে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় প্রভাতফেরির মাধ্যমে।এদিন এই মিছিল কাঁকসা হাটতলা থেকে শুরু হয়ে কাঁকসার মিনি বাজার পর্যন্ত যায়।