টাড়াতে অবস্থিত JICA তে ঢুকে সেখানে থাকা কয়েক লক্ষ টাকার সরঞ্জাম ভাঙচুর করে এবং সেখানে কর্মরত থাকা কর্মীকে মারধরের অভিযোগে টাড়া থেকে গ্রাম গ্রেপ্তার ১।ধৃতকে এদিন দুপুরে কোর্টে পেশ করে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ থাকে গত ২৪ তারিখ jica তে উক্ত ব্যক্তি ঢুকে প্রায় ১৭২৫০০ টাকার সামগ্রী ভাঙচুর করে ।তারমধ্যে ৬টি বাইক ,লেবটোরি ওভেন, সহ অন্যান্য জিনিসপত্র ।সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত চালিয়ে অজয় মুদি নামের ব্যক্তিকে গ্রেফতার করে।