শুক্রবার সকালে বিশালগড় বাইপাস সড়কের TR01AU9288 নাম্বারের বাইকের সঙ্গে TR01T8040 নাম্বারের বাইকের সংঘর্ষ ঘটে এতে আহত হয় আশিষ দেববর্মা ও লোকেশ মজুমদার। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর আগরতলা হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়।