কুলটির ইস্কো পাইপাস নিউ কলোনি পাড়ায় চরম সমস্যা, পাড়ার বাসিন্দারা বলেন নেই রাস্তা, ড্রেন লাইট #jansamasya আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভা অন্তর্গত ৬০নং ওয়ার্ডের নিউ কলোনি পাড়ায় দীর্ঘ ১৫ বছর থেকে বসবাস করছে স্থানীয় বাসিন্দারা আজ বিকাল ৪টায় জানিয়েছেন তাদের পাড়ায় ঢালায় রাস্তা না থাকায় বর্ষার সময় খুব সমস্যার সম্মুখীন হতে হয় তাছাড়া নেই ড্রেনের ব্যবস্থা নেই পথ বাতি সহ একাধিক সমস্যার কথা তুলে ধরলেন ৬০নং ওয়ার্ডের নিউ কলোনির বাসিন্দাগণ