মাথাভাঙ্গা জোর পাটকি এলাকায় এক তৃণমূল কর্মী সঞ্জয় বর্মনের খুনের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তিকে গ্রেফতার করে মাথাভাঙ্গা থানার পুলিশ। এ কথা জানান কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। শুক্রবার বেলা একটা নাগাদ মাথাভাঙ্গা থানায় এক সাংবাদিক সম্মেলনে কোচবিহারে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান সঞ্জয় বর্মনের খুনের ঘটনায় অজয় বর্মন এবং মান্টু বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই খুনের সাথে তারা যুক্ত রয়েছে।