এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে লরির চালকের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ওঠে।টাকা না দেওয়ায় ওই লরির চালকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বুদবুদ থানার ট্রাফিক গার্ডের এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে।পাল্টা ওই লরি চালক ওই সিভিক ভলান্টিয়ার কে পুলিশের সামনেই জুতো পেটা করে।ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।যদিও এই বিষয়ে বুদবুদ থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলেই পুলিশ সূত্রে জানা গেছে।