বর্ধমান ১নং ব্লকের রায়ান ১নং অঞ্চলের অন্তর্গত হাঁটুদেওয়ান সাবজুলাপুল থেকে একটি প্রতিবাদ মিছিল বের হল তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার দুপুর তিনটেয় অনুষ্ঠিত এই মিছিলটি বিজয়রাম নেড়োদিঘী পর্যন্ত যায় ।মূলত কলকাতার মেয়ো রোডে ভাষা আন্দোলনের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চ কেন্দ্র বাহিনী খুলে দিয়েছিল তারই প্রতিবাদে বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের এই প্রতিবাদ মিছিল