সোশ্যাল মিডিয়ায় গ্রেটার নেতা বংশীবদন বর্মনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। তারেই প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির বাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শন বংশীর অনুগামীদের। এ-র নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমেটির সদস্য সাত্তারুল হক সরকার, ব্লক কমেটির সম্পাদক প্রশান্ত কুমার বর্মন সহ অনেকেই। এতেই চাপে পরে সামাজিক মাধ্যম থেকে ভিডিওটি ডিলিট করার পাশাপাশি বংশীবদনের কাছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করলেন অভিযুক্ত। রবিবার দুপুরে এ-ই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়িতে।