আবারো অভিনব কায়দায় প্রতারণা, মেসেজ শেয়ার করতেই এক লক্ষ বাইশ হাজার টাকা গায়েব। ভাতারের বামশোর গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার তিনটে ত্রিশ মিনিটে ভাতার থানায় দ্বারস্থ ওই ব্যক্তি।মোবাইলে মেসেজ এসেছে, আর সেই মেসেজ শেয়ার করতে বলা হয়। মেসেজ শেয়ার করতেই ব্যাংক থেকে এক লক্ষ বাইশ হাজার টাকা গায়েব হয়ে গেল বামশোর গ্রামের আবুবক্করের। ভাতার বাজারে বন্ধন ব্যাংকে ওনার একাউন্ট।