সিমলন রুরাল কালচারাল সোসাইটির পরিচালনায় কালনা মহকুমা হসপিটাল ও কালনা বিজ্ঞান কলা কেন্দ্র ও গাছ গ্রুপ বর্ধমানের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো অন্নপূর্ণা কালী বিদ্যামন্দিরের নতুন ভবনে। এদিন রক্তদান শিবিরে বেলা বারোটা নাগাদ হাজির হন রাজ্যের মন্ত্রী স্থাপন দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন কানলা এক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পালসহ বিশিষ্ট গুণীজনেরা এদিন কালনা মহকুমা হসপিটালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ।