দুর্গাপূজা মানেই নতুন ভাবনা আর অভিনবত্বের ছোঁয়া। নানা ধরনের চমকপ্রদ প্রতিমা আমাদের মুগ্ধ করে। তবে এবারে একেবারেই অন্য রকম এক নজির গড়লেন দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের বাসিন্দা দেবতোষ দাস। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি—দেবতোষ বাবু এবছর দুর্গা প্রতিমা গড়েছেন ফেলে দেওয়া ঔষধ দিয়ে! ক্যাপসুল আর ট্যাবলেট মিলিয়েই তিনি নিপুণভাবে গড়ে তুলেছেন মা দুর্গার এই অভিনব রূপ।