অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ঝালদা থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ পুলিশ সূত্রে জানা যায়। অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ |ধৃতের বাড়ি ঝালদার জারগো গ্রামে |বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের |ধৃতের কাছ থেকে ১০বোতলের মতো মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ | শুক্রবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলো।