নিটে উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেলো চুয়াপাড়ার চা বাগানের শ্রমিক পরিবারের যুবক-যুবতী গুড্ডি ওঁরাও ও অরূপ ওঁরাও। শুক্রবার দুজনকে সম্বর্ধনা প্রদান কালচিনি সহযোগ ফাউন্ডেশনের সদস্যরা। জানা গিয়েছে শ্রমিক পরিবারের সন্তান হওয়ায় এই নিটের প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে কোচিং ক্লাসে ভর্তি হতে পারেনি দুজনই। আর তাদের নিটের প্রস্তুতিতে বড় ভূমিকা পালন করেছে ইন্টারনেট।তাদের কথায়, ইন্টারনেট পরিবেশিত হওয়া বিভিন্ন ভিডিও দেখে তারা নিটের প্রস্তুতি নিয়েছে।