হাইলাকান্দিতে ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে সোমবার সন্ধ্যে ছয়টায় হাইলাকান্দির SS কলেজের প্রেক্ষাগৃহে কালজয়ী ভূপেন্দ্র সংগীত সন্ধ্যার আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত অভিষেক জৈন সহ বিভাগীয় শীর্ষ স্থানীয়, বিশিষ্টরা বলে জানা গেছে রাত আটটা নাগাদ।