দক্ষিণ কলকাতার হরিদেবপুরে গণধর্ষণ কাণ্ডে বর্ধমান স্টেশন থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত চন্দন মল্লিক।ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন চন্দন। মঙ্গলবার গভীর রাতে বর্ধমান স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও আরেক অভিযুক্ত দেবাংশু ওরফে দ্বীপ পলাতক। তাঁর খোঁজে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সূত্রে খবর। এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য গত শনিবার হরিদেবপুর থানায় এক তরুণী গণধর্ষণের অভিযোগ দায়ের করেন।