খড়গপুর পৌরসভার মহানালার বেহাল অবস্থায় নর্দমার নোংরা জল উপচে ঢুকছে পাড়ায়। আবর্জনা ও কচুরিপানায় জমাট বাঁধায় সামান্য বৃষ্টিতেই সমস্যা তীব্র হচ্ছে। আজ বিকেলে এলাকাবাসীরা নিজেরাই নোংরা সরিয়ে জল নিকাশির চেষ্টা করেন। পৌরসভার উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।