তপন ও তপন উত্তর সার্কেলের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে গঠিত হল “কিশলয়” টীম। যে টীমের মূল উদ্দেশ্য সরকারী বিদ্যালয়ে উন্নত শিক্ষা প্রসার করা ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে আসা। সেই লক্ষ্যেই মঙ্গলবার তপনের কসবা প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক অভিষেক সাহা, A.B.P.T.A সার্কেল সম্পাদক দ্বীপঙ্কর মহন্ত, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছাত্তার ইসলাম ও সারাবাংলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্প