নেপালে শান্তি ফিরে আসুক এই আবেদন আসানসোলের বার্নপুরের নেপালি পরিবারের নেপালে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন আসানসোলের বার্ণপুরের নেপালিরা।নেপালে আত্মীয়দের সঙ্গে মাঝে মধ্যে ফোনে কথা হচ্ছে কিন্ত তবুও চিন্তা বাড়ছে।বার্ণপুরের এবি টাইপ এলাকায় বহু নেপালি সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন।তাদের মধ্যে অনেকের আত্মীয়রা নেপালে থাকেন।গত কয়েকদিন নেপালে অশান্তির ঘটনায় তারা উদ্বিগ্ন এবং চিন্তিত।বারে বারে খবরে দেখছেন এবং চিন্তাও বাড়ছে।তাদের সাথে নেপালে থাকা আত্মীয়দের ম