রোহিত সাউয়ের রহস্যময় মৃত্যুর ঘটনার পর আজ ৪ ঠা সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১ টা নাগাদ রোহিত সাউ ও দোয়েল দাসের অডিও কল রেকর্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে শোনা যাচ্ছে টাকা চাইছে রোহিত, পাল্টা তাকে হুমকি দিচ্ছে দোয়েল। এই কল রেকর্ড সামনে আসতেই অভিযুক্ত দোয়েল দাসের কড়া শাস্তির দাবি করছে সাধারণ মানুষ।