হাটগোবিন্দপুর এলাকার হয়রোগ্রাম রথতলা গ্রামের মাঠে চাষের জমি দেখতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম চাঁদমনি টুডু(৪০) মৃতের পরিবারের সদস্য শুভেন্দু টুডু জানান তিনি বিঘে পাঁচেক জমি ভাগ চাষ করেছিলেন সেই জমি দেখতেই গতকাল বেলা বারোটায় মাঠে গিয়েছিলেন তখনই হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মাঠে থাকা অন্যান্য মানুষজন তাকে উদ্ধার করে Bmch নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।