দশ বছর বাবার সঙ্গে যোগাযোগ নেই, বাবার টানেই ভাতার থেকে হরিয়ানা চলে গেল এরুয়ারের যুবক, মঙ্গলবার একটা ১০ মিনিটে জানালেন ওই যুবকের মা। গত ১০-১৫ দিন আগে এরুয়ার থেকে নিখোঁজ হয়ে যায় ভাতারের এরুয়ার গ্রামের ১৪ বছরের যুবক। ঐদিনই ভাতার থানায় লিখিত অভিযোগ করে ওই যুবকের মা। পুলিশ নানা দিকে খোঁজাখুঁজি শুরু করে। গতকাল ওই যুবককে হরিয়ানা থেকে নিয়ে আসে ভাতার থানার পুলিশ। আজ তাকে আদালতে পাঠাচ্ছে পুলিশ।