হামরো হিল তরাই ডুয়ার্স চা বাড়ি শ্রমিক সংঘের কার্যালয় উদ্বোধন হলো মালবাজারে। সোমবার বিকেল চারটা নাগাদ শহরের বাস স্ট্যান্ড চত্বর লাগোয়া এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মহেন্দ্র ছেত্রী, মনদীপ লামা। মূলত চা বাগানের বোনাস ইস্যুর সঠিক সমাধান নিয়ে আলোচনা হয় এদিন। ২০ শতাংশের কম বোনাস চা বাগানের শ্রমিকদের দেওয়া হলে আন্দোলনে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতারা।