হাড়োয়া ব্লকের গোপালপুর ১ নং পঞ্চায়েতের ২৫৪,২৫৫ এবং ২৫৬ নং এই তিনটি বুথ নিয়ে বুধবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত গোপালপুর পপুলার একাডেমী'তে অনুষ্ঠিত হল আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প। উপস্থিত ছিলেন হড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালী, জয়েন বিডিও অনিমেষ পাল,সফিক আহমেদ,অসিত মন্ডল,তাজমিরা বিবি পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ক্যাম্পে সাধারণ মানুষের কথা শোনা হয় এবং সমাধানের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ