বালুরঘাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে দুটি বাড়িতে চুরির ঘটনা চাঞ্চল ছাড়ালো। বৃহস্পতিবার সকলে চুরির বিষয়টি নজরে আসে পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। এনিয়ে পরিবারের তরফ থেকে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। যদিও এনিয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, এনিয়ে এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে।