সকাল থেকেই শুরু হয় নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর,লোহাপুর,কুন্দপাড়া সহ আরো অনান্য গ্রামে মন্ডপে মন্ডপে দশমীর পূজাপাঠ, মহিলাদের সিন্দুর খেলা। পূজো শেষে দোলা ও ঘট বিসর্জনে মেতেছে এলাবাসিরা। ভদ্রপুর গ্রামে দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রাচীন রীতি মেনে দোলা ও ঘট বিসর্জনকে কেন্দ্র করে নদীতে স্নান যাত্রায় মেতেছে গ্রামে্র আট থেকে আশি পুরুষরা।ছেলেরা গায়ে তেল হলুদ মেখে,মাথায় সুগন্ধি তেল নতুন গামছা নিয়ে ঢাকের তালে নাচতে নাচতে শোভাযাত্রায় মেতে ওঠে।