Hingalganj, North Twenty Four Parganas | Aug 22, 2025
বাঁকড়া এলাকায় পথদুর্ঘটনায় আহত ব্যক্তিদের শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ভর্তি করা হলো স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে হাসনাবাদ লেবুখালী রোডের বাঁকড়া এলাকায় শুক্রবার বিকেলে পথদুর্ঘটনায় আহত হয় এক সাইকেল চালক ও এক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায় এদিন ওই সাইকেল চালক একজনকে সঙ্গে নিয়ে সাইকেল চালিয়ে হিঙ্গলগঞ্জের দিকে যাচ্ছিল। বাঁকড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক পোস্টে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় সাইকেল চালক ও পেছনে থাকা আ