ভুটভুটি করে অবৈধভাবে পাচার করা হচ্ছিল কয়েকশো লিটার কেরোসিন তেল। ওই সময় ভুটভুটি সহ দুজনকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনা সোমবার হবিবপুর থানার হবিবপুর অঞ্চলের ঘোষপাড়া এলাকায়। ঘটনায় স্থানীয়রা অভিযোগ করে বলেন, একটি ভুটভুটিতে করে দুজন মিলে কয়েকশো লিটার কেরোসিন তেল অন্যত্র নিয়ে যাচ্ছিল। এই ব্যাপারে ভুটভুটির চালক সহ ভুটভুটিতে থাকা অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথায় অসংগতি ধরা পড়ে।