গোপন সূত্রে খবর পেয়ে আভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ ৫ যুবককে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ। উকিল পাড়া এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে প্রথমে তিন জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে কালিয়াচক থেকে আরো দুজনকে গ্রেফতার করা। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩ টা নাগাদ তাদের মালদা জেলা আদালতে তোলা হয়। জানা গেছে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় এক কেজি ৫৮৬ গ্রাম ব্রাউন সুগার। জানা গেছে ধৃতরা হল, সাবদুল সেখ, সাহুল সেখ এবং ওয়ায়েশ সেখ।