গতকাল রাতে গোপন সংবাদে বাইজালবাড়ী থানার পুলিশ ও পদ্মবিল বনদপ্তরের কর্মীরা যৌথভাবে পাগলাবাড়ি এলাকায় একটি কাঠ বুঝাই গাড়ি আটক করে। গাড়িতে থাকা দুইজন ব্যক্তি সহ কাঠ বুঝাই গাড়ি সহ নিয়ে আসে বাইজাল বাড়ি থানায় জানা যাক গাড়ি থেকে প্রায় ৭০ ফুট কাট উদ্ধার হয়।