পুরাতন মালদা:- চলতি মাসের ১৬ এবং ১৭ই আগস্ট মালদা জেলার সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল কেন্দ্র সরকারের ক্রিয়া দপ্তরের উদ্যোগে "খেলো ইন্ডিয়া অস্মিতা" তাইকোন্ডো মহিলা প্রতিযোগিতা। সেখানে আন্ডার ২৫ ক্যাটাগরিতে খেলার সুযোগ পাই পুরাতন মালদার তাইকোন্ডো ক্লাবের ১০ প্রতিযোগী সেখানে গিয়ে ৭জন প্রতিযোগী পুরস্কৃত হয়। সেই প্রতিযোগীরা প্রশিক্ষক কৃষ্ণ বাসফোর এর কাছে প্রশিক্ষণ নিত।সেই বিজয়ী প্রতিযোগীদেরকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানালো পুরাতন মালদা ব