রেজিনগর থানার ছেতিয়াানি এলাকায় মোটরবাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু এক মহিলার। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে রেজিনগর থানার ছেতিয়াানি এলাকায়। জানা যায় একটি মোটরবাইক এক মহিলা তার স্বামী এবং সন্তানের সঙ্গে আসছিলেন। রাস্তায় মোটরবাইকে আসার সময় তাদের মোটরবাইকের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। ঘটনারস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এবং বেলডাঙ্গা থানার পুলিশ মৃত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠায়।