চারদিনের মাতৃ আরাধনা শেষ। বাপের বাড়ি থেকে কৈলাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন বাংলার ঘরের মেয়ে উমা। বৃহস্পতিবার দুপুর একটা বাজতেই বালুরঘাটে শুরু হয়েছে বিসর্জন পর্ব। পারিবারিক পুজো থেকে শুরু করে ছোট-বড় সব ক্লাবের দুর্গা প্রতিমা নিরঞ্জনে শামিল হয়েছেন পূজারী ও ভক্তরা। প্রতিবছরের মতো এ বছরও দর্শনার্থীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে বালুরঘাট পৌরসভা।