রবিবার সন্ধ্যায়, মহা ষষ্ঠীর পুণ্য তিথিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চোপড়ার রাঙ্গাগছ প্রতিবাদী সংঘের দুর্গাপূজা। এ বছর সংঘের পুজো ২৬তম বর্ষে পদার্পণ করল। এবারের পুজোর বিশেষ আকর্ষণ হলো তাদের অভিনব থিম— 'মৌচাক'। স্থানীয় একদল উৎসাহী তরুণ এই থিমকে বাস্তবে রূপ দেওয়ার সমস্ত উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের সৃজনশীলতা ও পরিশ্রমেই সেজে উঠেছে মণ্ডপ, যা দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন এলাকার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। ফিতে কেটে পুজোর সূচনা