আগামী কয়েকদিনের মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ত্রিলোচনপুর থেকে কলকাতা পর্যন্ত চলবে সরকারি বাস। বিধায়কের উদ্যোগে এই বাস চলার জন্য শনিবার সন্ধ্যায় ত্রিলোচনপুর বাস স্ট্যান্ড পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে কথা বললেন ডেবরার বিধায়ক ড: হুমায়ুন কবীর। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া। এদিন এলাকাবাসীর কাছে আবেদন করেন সরকারি বাস চলতে সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।