গত পাঁচ বছর আগে সংস্কার হলেও আজ বেহাল অবস্থায় আরামবাগের মুথাডাঙ্গা থেকে বর্ধমান যাওয়ার প্রধান সড়কের বাতানল পর্যন্ত রাস্তা।বড় বড় গর্ত তৈরী হয়েছে।রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের যাত্রা পরিণত হয়েছে জীবনের ঝুঁকিতে।স্থানীয়দের দাবি,প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে রাস্তায়।গর্তে ভরা পথ বৃষ্টির দিনে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে।কোথায় গর্ত আর কোথায় রাস্তা—তা বোঝাই দুষ্কর।ফলে নিত্যদিনের যাতায়াত হয়ে উঠেছে দুর্বিষহ।মানুষের প্রশ্ন,কবে সংস্কারের কাজ শুরু হবে।