খেলা ছলে বাড়ির খাট থেকে পড়ে গিয়ে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক দুই বছরের শিশু কন্যার। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার মথুরাপুরের ধর্মতলা এলাকায়। মৃত শিশু কন্যার নাম অনুশ্রী মন্ডল বয়স আনুমানিক এক বছর। পরিবারের রয়েছে বাবা অমিত মন্ডল মা চন্দনা মন্ডল। অনুশ্রীরা এক ভাই এক বোন অনুশ্রী পরিবারের ছোট।