মারুতি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল খানাকুলের মারুতি চালকের,আহত শিশু সহ সাত জন।দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হুগলির চন্ডিতলায়।জানা যায়,এদিন সকালে খানাকুলের পিলখাঁ থেকে একটি মারুতিতে করে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজো দিতে গিয়েছিলেন চালক সহ আট'জন।ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত মারুতিতে থাকা সকলেই।স্থানীয়রা তাঁদের চন্ডিতলা হাসপাতালে নিয়ে যায়,পরে আরামবাগ স্থানান্তর করা হলে আসার পথে মারুতির চালকের মৃত্যু হয়।মৃতের নাম শ্যামসুন্দর মহন্ত(38)।