আগামীকাল বর্ধমানে প্রশাসনিক বৈঠকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ভাতার থানার ১৬৫ জন সিভিক ভলেন্টিয়ার সোমবার দুটো কুড়ি মিনিটে বর্ধমান উদ্দেশ্যে রওনা দিল।। আগামীকাল বর্ধমান শহরে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠক। তাই পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভাতার থানার বিভিন্ন অঞ্চলের ১৬৫ জন সিভিক ভলেন্টিয়ার বাসে করে সোমবার বর্ধমান শহর উদ্দেশ্যে রওনা দিল।