কুমারগঞ্জ ব্লকের সোমজিয়া অঞ্চলের রাজ্জাক সরকার নামে এক ব্যক্তির বাংলাদেশ ও ভারত—দুই দেশের নাগরিকত্ব ও ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে টুইট করেছেন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জেলা বিজেপি সম্পাদক ও কুশমন্ডির বাসিন্দা তাপস চন্দ্র রায় বলেন, ‘‘ভুয়া ভোটার শনাক্তের জন্যই সারা দেশে এসআইআর চলছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া হবে বলে তিনি জানিয়েছেন।