৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে গ্যারগান্ডা নদীর দু'পাশে ২৫ কিমি এলাকাজুড়ে ৩০ ঘন্টা ধরে যানজট চলছে। যানজট শুরু হয় শুক্রবার সকালে। শনিবার দুপুরবেলা পর্যন্ত রাস্তায় হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে বীরপাড়া সংলগ্ন গ্যারগান্ডা নদীর সড়কসেতুটি ৩১ মে প্রবল বৃষ্টি এবং হড়পায় ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ওই সেতুতে সিঙ্গল লাইনে যানবাহন পার করাচ্ছে পুলিশ। এতে প্রতিদিন যানজট হচ্ছে। তবে শুক্রবার থেকে যানজট চরমে ওঠে। সারারাত যানজটে আটকে হাজা