এই মুহুর্তে আমার ডুয়ার্স ফানসিটি শুনশান অবস্থায় রয়েছে। আমি পালিয়ে এসেছি সেখান থেকে। আমার স্টাফরা আতংকে আছে মঙ্গলবার বাতাবাড়িতে বললেন ডুয়ার্স ফানসিটির মালিক শেখ জিয়াউর রহমান। উল্লেখ্য গত ২১ তারিখে গ্রামবাসীরা ডুয়ার্স ফানসিটি রিসোর্টে তালা লাগিয়ে দেয়। এরপরই ঐ রিসোর্টের মালিক সেখান পালিয়ে আসে।ঐ রিসোর্টে র মালিক শেখ জিয়াউর রহমান ঠিক কি বললেন শুনে নিন।