ধর্মনগর মনতলা বাজার সংলগ্ন এলাকায় নতুন কালভার্টের নির্মাণের কাজ হচ্ছে। কাজ করতে গিয়ে মাটির নিচে চাপা পড়া এক ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলো দমকল বাহিনীর কর্মীরা। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। নাম স্বপন দাস (৫৫) বাড়ি সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের রানীবাড়ি এলাকায়।