পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা শ্যামপুরের বাগান্ডা মনসাতলায়। উলুবেড়িয়া শামপুর রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ PHE দপ্তরের জলের পাইপ যাওয়ার জন্য রাস্তায় মাটি খুঁড়ে রাখা ছিল, বৃষ্টির ফলে রাস্তা পিছল হয়ে যায়, অভিযোগ তার ফলেই বাইক নিয়ে ছিটকে রাস্তায় পড়লে লরির তলায় পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ মনিরুল ইসলাম (২৬) বাড়ি উলুবেরিয়া থানার তপনা অঞ্চলের অমৃতসাল গ্রামে। দুর্ঘটনার পরে এলাকায় বাসিন্দারা সকাল আনু