১৫ ফিট জলের ট্যাংকি উপর থেকে এক গৃহবধূ পড়ে গিয়ে আহত হয়। এরপর ওই আহত গৃহবধূকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে আহত ওই গৃহবধূর নাম আশোকা মন্ডল। বয়স ৩৫ বছর। বাড়ি গাজোল ব্লকের রানীগঞ্জ ১ নং অঞ্চলের সারিন্দা গ্রাম এলাকায়। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার বেলা দুইটা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গৃহবধূর বাড়ির স্থানীয় এলাকায় মুরগির ফার্মের জলের ট্যাংকির উপরে উঠে জলের ট্যাঙ্কির মধ্যে ঔষ