শনিবার বিকেল চারটে পর্যন্ত আনাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের প্রতিবন্ধী কামরায় ওঠার জন্য ৩ জনকে গ্রেফতার করেছে আরপিএফ। এদিন আনাড়া রেলওয়ে স্টেশনে আসা কয়েকটি লোকাল ও মেমু প্যাসেঞ্জের ও এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয় তখনই ওই ৩ জন কে গ্রেফতার করা হয়। আনাড়া আরপিএফ সূত্রে জানা গেছে রেলের প্রতিবন্ধী কামরায় সাধারণ যাত্রী ওঠা আইনত দন্ডনীয় তাই ধৃত ৩ জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে রেলের নিয়ম ভাঙ্গার জন্য।