শিলচরে NSUI ছাত্রনেতা চন্দন মজুমদারের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাল শ্রীভূমি জেলা কংগ্রেসের সেবা দলের সভাপতি। বৃহস্পতিবার তাছাড়া কলেজের সামনে ভোট চোর গদি চোর শীর্ষ কর্মসূচিতে নাকি ABVP এবং NSUI-র মধ্যে নাকি উত্তেজনা দেখা দেয়। এতে নাকি গুরুতর আহত হয়েছেন NSUI -র ছাত্রনেতা চন্দন মজুমদার।