শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকা প্রতি বছর শরৎকালে সাক্ষী হয় এক অনন্য দুর্গোৎসবের—হিরালিনী দুর্গোৎসব। এই উৎসবের বিশেষত্ব হল, এখানে দেবী দুর্গার রূপ প্রচলিত আচার থেকে ভিন্ন। দেবীর হাতে অস্ত্র থাকে না, বরং পদ্মফুল থাকে, যা শান্তি ও সৃজনশীলতার প্রতীক হিসেবে ধরা হয়।উৎসবের সূচনা হয়েছিল শিল্পী বাঁধন দাসের হাত ধরে। সোনাঝুরির জঙ্গলে নিজের স্টুডিও থেকে তিনি শুরু করেছিলেন এই শিল্পমুখী পূজা। বর্তমানে এই দুর্গোৎসবের বয়স পেরিয়েছে ২৫ বছর, এবং তা আজ এক সাংস্কৃতিক আন্দোলনে