'রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বদল হতে চলেছে' এমন জল্পনা নিয়ে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে কার্যত গুজব বললেন উপাচার্য দীপক কুমার রায়। শুক্রবার দুপুর আনুমানিক পৌনে দুটা নাগাদ উপাচার্য দীপক কুমার রায় বলেন, যতক্ষন পর্যন্ত সরকারী আদেশ হাতে না পাচ্ছি ততক্ষন পর্যন্ত আমার এই চেয়ারে বসে আমি কিছু বলতে পারবো না। তবে আমরা বলি গুজবে হুজুগে কান দেবেন না। সরকারি চিঠি না পাওয়া পর্যন্ত এর থেকে বেশী কিছুই জানাতে চাননি উপাচার্য দীপক কুমার রায়।