এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রামের পাগলারহাট এলাকায়। শুক্রবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম উত্তমচন্দ্র বর্মন (৪৭)। তিনি পাগলারহাট এলাকার বাসিন্দা। এদিন উত্তমচন্দ্র বর্মনকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্বাস্থ্যকেন্দ্রে থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় কুমারগ্রাম থানার পুলিশ।